নিজস্ব সার্চ অ্যাপের পরীক্ষা চালাচ্ছে হুয়াওয়ে
গত বছরের মাঝামাঝি সময়ে হুয়াওয়ে এবং তার অঙ্গপ্রতিষ্ঠান গুগলের মোবাইল সার্ভিসেসের লাইসেন্স হারায়। ফলে নতুন ডিভাইসে গুগলের বিভিন্ন অ্যাপস ও সেবা ব্যবহার করতে পারছে না চীনের প্রযুক্তি জায়ান্টটি। এরই ধারাবাহিকতায় নিজেদের ফোনে নিজস্ব সার্চ অ্যাপের পরীক্ষা চালাচ্ছে হুয়াওয়ে। খবর এক্সডিএ-ডেভলপার্স।
প্রথম কয়েক মাসে হুয়াওয়ে আন্তর্জাতিক বাজারে ফোন উন্মোচনের কৌশল পরিবর্তন করে। বিদ্যমান ডিভাইসগুলোকে রিব্র্যান্ডেড সংস্করণে আনার কাজও করে। তবে পর্দার অন্তরানে হুয়াওয়ে গুগল প্লে স্টোরের বিকল্প অ্যাপগ্যালারি এবং গুগল প্লে সার্ভিসেসের বিকল্প হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস ডেভেলপমেন্টে কাজ করে।
ইতিমধ্যেই গুগলের সেবাবিহীন স্মার্টফোনও উন্মোচন করেছে হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার। তবে হুয়াওয়ে গ্রাহকদের গুগলের সেবাবিহীন হুয়াওয়ে ডিভাইস ব্যবহারে সন্তুষ্ট রাখার প্রচেষ্ঠা চালাচ্ছে। সেই প্রেক্ষিতে সার্চ জায়ান্ট গুগলের পরিবর্তে নিজেদের সার্চ অ্যাপের পরীক্ষা চালাচ্ছে হুয়াওয়ে।
ইতিমধ্যেই অ্যাপটি বেটা টেস্টিংয়ে রয়েছে। শিগগিরই পূর্নাঙ্গ সংস্করণ দেখা হবে প্রত্যাশা সংশ্লিষ্ঠাদের।
ডিবিটেক/বিএমটি